দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা রফিকুল ইসলাম খানের

নিজস্ব প্রতিবেদক
মোঃ শামছুল হক - সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ১৩ই জানুয়ারী ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ন
দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা রফিকুল ইসলাম খানের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান দেশের সংকটময় পরিস্থিতিতে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার ও তার অবৈধ এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালালেও তাদের প্রেতাত্মারা এখনও প্রশাসনে বহাল রয়েছে। এই শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করতে চায়, তবে দেশপ্রেমিক জনগণ তা কখনও হতে দেবে না।  


রফিকুল ইসলাম খান আরও বলেন, দেশে বিভেদ সৃষ্টি করার জন্য একশ্রেণীর লোক গোপনে ষড়যন্ত্র করছে। বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো বিভেদ নেই, বরং উভয়ের মধ্যে সু-সম্পর্ক রয়েছে। তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, “কেউ যাতে কোনো ফাঁদে পা না দেয়, সেজন্য সংযতভাবে কথা বলতে হবে।”  


রবিবার (১২ জানুয়ারি) নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত নওগাঁ ইউনিয়ন জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এসব কথা বলেন। তিনি দেশের মানুষ এখন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের জন্য অপেক্ষা করছে এবং জামায়াত-শিবিরের ঐতিহাসিক ভূমিকা পালন করার সময় এসেছে বলে মন্তব্য করেন।  


মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, "গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য জামায়াত-শিবির আবারও তাদের ঐতিহাসিক ভূমিকা পালন করবে। দেশের রাজনীতি ইতিবাচক হতে হবে এবং সব রাজনৈতিক দলই ইতিবাচক মনোভাব গ্রহণ করবে, এটাই আমরা আশা করি।"  


এ সময় নওগাঁ ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: ফজলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মো: শাহিনুল আলম, নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতা এবিএম আব্দুস সাত্তার, তাড়াশ উপজেলা জামায়াতের আমীর খ ম সাকলাইন, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর গোলাম মুর্তজা প্রমুখ।