সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মামলায় গ্রেফতার হলেন একজন শ্রমজীবী ব্যবসায়ী। কলাগাঁও গ্রামের আব্দুর রউফ, যিনি পেশায় কয়লা-চুনাপাথর পরিবহন ও সরবরাহের সঙ্গে যুক্ত, তাকে এজাহারে নাম না থাকা সত্ত্বেও গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং রাতভর হাজতে রাখার পর রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
২০২৪ সালের ১৬ ডিসেম্বর দায়েরকৃত মামলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ৭০-৮০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মোহাম্মদ পারভেজ ভুঁইয়া জানান, তদন্তে রউফের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে রউফের মা দাবি করেছেন, তার ছেলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং থানা পুলিশের পক্ষপাতমূলক আচরণের শিকার হয়েছেন।
রউফের মায়ের অভিযোগ, পূর্বে তার ছেলের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, তবুও তাকে হয়রানি করে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে থানার ওসি দেলোয়ার হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।