রাঙামাটির বেতবুনিয়ায় পিএসটিএস’র পুলিশ সুপার ও পুলিশ সদর দপ্তরের এআইজি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় গত ১৩ নভেম্বর ফারুকীকে গ্রেফতার করা হয়। ওইদিন থেকেই তাকে সরকারি চাকরিবিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তের সময় ফারুকী খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষ ট্রেনিং সেন্টারে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৬ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ফারুকীর ফাঁসির দাবি জানানো হয়। তাকে র্যাবের অপারেশন পরিচালনার সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করা হয়।
মহিউদ্দিন ফারুকীকে সাময়িক বরখাস্তের ঘটনায় বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে। সরকারি পদে থেকে তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠায় প্রশাসনে শৃঙ্খলা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।