জামায়াতের বিরুদ্ধে রিজভীর অভিযোগ: দলটির কড়া প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: শনিবার ৪ঠা জানুয়ারী ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন
জামায়াতের বিরুদ্ধে রিজভীর অভিযোগ: দলটির কড়া প্রতিবাদ

জামায়াতে ইসলামী বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাম্প্রতিক এক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। দলটির সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে দাবি করেন, রিজভীর বক্তব্য বিভ্রান্তিমূলক এবং জামায়াতকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে প্রণোদিত।  


রোববার দেওয়া এই বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত কখনো ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায়নি, যেমনটি রিজভী অভিযোগ করেছেন। তিনি আরও দাবি করেন, এ ধরনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।  


জামায়াতের পক্ষ থেকে বলা হয়, রিজভীর অভিযোগ—যেমন ‘ঘোলা পানিতে মাছ শিকার’, ‘রগ কাটা’, এবং ‘৭১ এর বিরোধিতা’—এসব পুরনো এবং প্রত্যাখ্যাত প্রচারণার অংশ। জনগণ এই ধরনের অভিযোগ আর বিশ্বাস করে না।  


রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতের রাজনীতি ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত হয়। দলের মূলনীতি মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায়বিচার, এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা। তিনি দাবি করেন, জামায়াত মোনাফেকি রাজনীতি করে না এবং কোনো অপকৌশল অবলম্বন করেনি।  


রিজভীর বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেতা নিজের দলের অতীত কর্মকাণ্ড পর্যালোচনা করলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আসল দায় কার, তা জনগণের সামনে পরিষ্কার হবে।  


বিবৃতিতে আরও বলা হয়, জামায়াত ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি করে আসছে। তাদের এই অবস্থান জাতির কাছে গ্রহণযোগ্য এবং এটি বিএনপির গাত্রদাহের কারণ হতে পারে।  


জামায়াতের পক্ষ থেকে বিভ্রান্তিকর মন্তব্য এবং অপবাদ থেকে বিরত থাকার জন্য রিজভীকে আহ্বান জানানো হয়। দলটি স্পষ্ট করে জানিয়েছে, তারা ভবিষ্যতেও ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় কাজ করে যাবে।  


(তথ্যসূত্র: ইনিউজ৭১)