জাতীয় পার্টি (রওশন এরশাদ) ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “জাতীয় পার্টির নাম ব্যবহার করে ২৬ জন সুবিধাবাদী ওই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তারা নির্বাচনী ইশতেহার থেকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছবি মুছে দিয়ে ভোট করেছেন। পোস্টারেও এরশাদের ছবি রাখা হয়নি, বরং অন্য দলের নেতা-নেত্রীদের ছবি ব্যবহার করা হয়েছে। এটি দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতার উদাহরণ।”
সভায় তিনি আরও বলেন, “২০২৪ সালের নির্বাচনে আমরা যারা অংশগ্রহণ করিনি, আজ এখানে তারাই উপস্থিত। সোনালি দিনের প্রত্যাশায় আমরা ঐক্যবদ্ধ হতে চাই। হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শকে ধারণ করে একটি শক্তিশালী, সুসংগঠিত জাতীয় পার্টি পুনর্গঠন করতে চাই। আমাদের লক্ষ্য দেশের গণতান্ত্রিক শক্তি ও গণতন্ত্রের সহযোদ্ধাদের সাথে নিয়ে এগিয়ে যাওয়া।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, “যারা দলের আদর্শের সাথে প্রতারণা করে সুবিধাবাদী রাজনীতি করছেন, তারা এরশাদের উত্তরসূরি নয়। ২৬টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করে তারা জাতীয় পার্টিকে কবরের কিনারে ঠেলে দিয়েছে। এই বিশ্বাসঘাতকতার জন্য তাদের নেতাকর্মীদের কাছে ক্ষমা চাইতে হবে।”
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের অবদানের কথা স্মরণ করে মামুনুর রশিদ বলেন, “ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা, উপজেলা ব্যবস্থা প্রবর্তন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রসার, গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া এবং শান্তি মিশনে সৈন্য প্রেরণসহ এরশাদের ৯ বছরের শাসনামল বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন, খন্দকার মনিরুজ্জামান টিটু, নিগার সুলতানা রানী, তুহিনুর রহমান নুরু হাজী, উপদেষ্টা এম এ গোফরান ও হাফসা সুলতানা, ভাইস চেয়ারম্যান শাহালাম তালুকদার, যুগ্ম মহাসচিব সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।