পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয়। আজ বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
রিজওয়ানা হাসান বলেন, "যেকোনো অভ্যুত্থানের পর এমন ঘোষণাপত্র স্বাভাবিক, আর সরকার চাচ্ছে এটি তাদের মাধ্যমে প্রকাশিত হোক। এই প্রসেসে সবার সাথে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা ঐকমত্য চাচ্ছে এবং ১৪ দিনের মধ্যে এটি অসম্ভব নয়।"
তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে আলোচনা চলছে এবং বিএনপি তাদের মতামত লিখিতভাবে দিয়েছে। তবে সংস্কারের পরিধি কতটা ব্যাপক হবে, তা নিয়ে আলোচনা চলছে। কিছু দল মৌলিক সংস্কারের পক্ষে, আবার কেউ নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন, তবে সরকারের কাছে সব কিছুই গুরুত্বপূর্ণ।
গত ২৯ ডিসেম্বর সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করে যে তারা ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে। তবে গত সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম জানান, সরকারই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে।
এখনো পর্যন্ত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দেশের রাজনীতিক এবং ছাত্র সংগঠনগুলো।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।