সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করেছে। শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, সলঙ্গা ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক সভায় এই সেটআপ সম্পন্ন হয়। এতে ২০২৫-২৬ সেশনের জন্য নতুন থানা আমির হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদুল ইসলাম রাশেদ।
গত ১৬ ডিসেম্বর জামায়াতে ইসলামী সলঙ্গা থানার আমির নির্বাচনের জন্য রুকনদের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে নারী-পুরুষ মিলে মোট ১০২ জন রুকন ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে শনিবার সকাল ৮টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম।
নির্বাচিত থানা আমির রাশেদুল ইসলাম রাশেদ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন, যা পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় আমির বা তার প্রতিনিধি নির্বাচিত ব্যক্তিকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর, নবনির্বাচিত থানা আমির রাশেদুল ইসলাম রাশেদ শুরা সদস্যদের সঙ্গে পরামর্শ করে সেক্রেটারি এবং অন্যান্য কর্ম পরিষদ সদস্যদের মনোনীত করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে জামায়াতে ইসলামী সলঙ্গা থানার নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরো শক্তিশালী হবে। নির্বাচিত আমির রাশেদুল ইসলাম রাশেদ বলেন, তার নেতৃত্বে সলঙ্গা থানা জামায়াতের সকল কার্যক্রম সুষ্ঠু এবং গতিশীলভাবে পরিচালিত হবে।
এই নির্বাচনের মাধ্যমে সলঙ্গা জামায়াতে ইসলামীতে নতুন উদ্যম ও কর্মস্পৃহা সৃষ্টি হয়েছে। থানা কমিটি শিগগিরই অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের মনোনীত করে দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।