রাজবাড়ীর দৌলতদিয়ায় ৩ মাদক সেবীকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার দৌলতদিয়া ক্যানালঘাট, পোড়াভিটা, পতিতালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদকসেবীকে আটক করা হয়।
অভিযানে হেরোইন ও গাজা সেবনের দায়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলো, দৌলতদিয়া ৪ নং ওয়ার্ড কিয়ামুদ্দিন মোল্লাপাড়া গ্রামের মোঃ তালেব সরদারের ছেলে নুরু সরদার (৩৮), ৫ নং ওয়ার্ডের পোড়াভিটা এলাকার সিরু মোল্লার ছেলে তপু মোল্লা (২৪), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা গ্রামের আখের মোল্লার ছেলে আশিক মোল্লা (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, দন্ডপ্রাপ্তদের রাজবাড়ী জেল হাজতে প্রেরন করা হয়েছে।