https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে ৪ জেলের বিনাশ্রম কারাদন্ড

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ২৩:৪৩

শেয়ার করুনঃ
গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে ৪ জেলের বিনাশ্রম কারাদন্ড

ডিমওয়ালা ইলিশ ধরব না দেশের ক্ষতি করব না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরন হতে বিরত থাকার জন্য মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন ও সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট চালিয়ে ৪০ হাজার মিটার মাছ ধরার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক ও ৫ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ জনান, মা ইলিশ সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৪ জন জেলে আটক ও ৪০ হাজার মিটার মাছ ধরার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশ জব্দ করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট।

মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট হাবিবুল্লা জানান, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ আইন না মানায় ৪ জেলেকে ১৪ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় ৪০ হাজার মিটার জাল পদ্মা নদীতে আগুনে পুড়িয়ে ভস্মিভুত করা হয় ও ৫ কেজি জাটকা ইলিশ স্থানীয় গরীবদের মাঝে প্রদান করা হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪ জন গ্রেফতার

হিলিতে পুলিশের সাঁড়াশি অভিযানে ৪ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ২৮ মার্চ শুক্রবার পুলিশের সাঁড়াশি অভিযানে চুরি হওয়া নগদ অর্থ, সিম ও মিনিট কার্ডসহ ৪ জন চোরকে আটক করা হয়েছে। খট্রামাধবপাড়া ইউনিয়নের মংলাবাজারে একটি গার্মেন্টস ও টেলিকম ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃত চোররা হলেন, মংলা এলাকার আফতাবের ছেলে জহুরুল আলম (২১),

ভূঞাপুরে দুর্ধর্ষ চুরি: নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গহনা-টাকা লুট

ভূঞাপুরে দুর্ধর্ষ চুরি: নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গহনা-টাকা লুট

টাঙ্গাইলের ভূঞাপুরে গত বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার রুহুলী নৌকা মোড় এলাকার ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরের বেড়ার টিন কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং ঘরের আলমারি ভেঙে তিন বোন ও মায়ের রাখা গহনা সহ মোট সাড়ে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে চার লক্ষ টাকা লুট করে নিয়ে

নবাবগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পলাতক আসামী পুনরায় গ্রেফতার

নবাবগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পলাতক আসামী পুনরায় গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ২৩ মার্চ রবিবার রাত ০৩.৩০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানা অধীনে কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মোঃ রয়েল (৩০) কে ৩ বোতল ফেনসিডিল সহ আটক করেছে। তার পিতা মৃত ছাকাত আলী। তিনি আগে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পালিয়ে গিয়েছিলেন। পরে একাধিক অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। নবাবগঞ্জ থানার

দৌলতদিয়ায় হেরোইন ও ইয়াবাসহ দুই তরুণ গ্রেফতার

দৌলতদিয়ায় হেরোইন ও ইয়াবাসহ দুই তরুণ গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনারের এলাকা থেকে ৪০ পুরিয়া হেরোইন ও দৌলতদিয়া মহাসড়কের খানকা শরিফের সামনে হতে অপর আরেকজনকে ২০ পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে তরুণকে গ্রেফতার করেছে থানা পুলিশ। হেরোইনসহ গ্রেফতারকৃত তরুণ ফরিদপুর জেলার কোতোয়ালী থানার তাইজ্জুদ্দিন মাতব্বর ডাঙ্গী গ্রামের শহিদুল খানের ছেলে সাইফুল খান (২৩)। ইয়াবাসহ অপর আরেক তরুণ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও নগদ টাকাসহ কারবারী গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও নগদ টাকাসহ কারবারী গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই হাজার পিস ইয়াবা ও নগদ তিন লাখ টাকা সহ সামিউল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  রোববার দিবাগত রাতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দিয়াডাংগা ক্যাম্পের টহলদল তাকে গ্রেপ্তার করে। সে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানি গ্রামের বাসিন্দা।  বিজিবি জানা যায়, দিয়াডাংগা ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ৯৭৯ এর নিকট দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার