https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে: মির্জা ফখরুল

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ১৪:২৮

শেয়ার করুনঃ
বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, তার দলকে টার্গেট করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। বুধবার সকালে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ অভিযোগ তোলেন। ফখরুল বলেন, বিএনপি কখনোই 'আগে নির্বাচন পরে সংস্কার' এই বক্তব্য দেয়নি, বরং নির্বাচন সুষ্ঠু করতে ন্যূনতম সংস্কারের দাবি জানিয়েছে।  

তিনি বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি ও জাকের পার্টিসহ সব রাজনৈতিক দলের মূল সম্পর্ক জনগণের সঙ্গে। যারা নিজেদেরকে সংস্কারের বিশেষজ্ঞ দাবি করেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেও তিনি বলেন, জনগণের ইচ্ছার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। ফখরুল দৃঢ়ভাবে জানান, গণতন্ত্রই রাষ্ট্র পরিচালনার সর্বোত্তম পদ্ধতি।  

বিএনপি নেতা আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি স্বৈরাচারী রূপ নেয়, তাহলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, স্বৈরাচারী হলে জনগণই তাদের বিদায় করে দেবে। ফখরুলের মতে, বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন স্তরে যে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চলছে, তা জনগণের জন্য উদ্বেগজনক।  

জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান তিনি। সরকারের দমননীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এ সময় জেলা বিএনপি নেতৃত্বসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফখরুল তার বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলাই এখন সময়ের দাবি। বিএনপি নেতা তার বক্তব্যে দলীয় কর্মীদের সংগঠিত হওয়ার ও জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন। রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার পথ খোলা রাখারও ইঙ্গিত দেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি নিয়োগ পেলেন এডভোকেট নিয়ামুল হক

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ পেয়েছেন  জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী এডভোকেট নিয়ামুল হক। আজ দুপুরে আইনজীবি নিয়ামুল হক জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে গত ২০ মার্চ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি) শাখা থেকে এ সম্পর্কিত

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

"অস্তিত্ব ধ্বংসের কবল থেকে জাতিকে রক্ষার্থে যুবশক্তি পূর্ণস্বায়ত্তশাসনের পতাকা তলে সমবেত হও, প্রতিরোধ গড়ে তোল "এই স্লোগানে পানছড়িতে গণতান্ত্রিক যুবফোরামের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার ( ৫ এপ্রিল ) দুপুরে রমেল চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি শাখার সাধারণ সম্পাদক পরান্টু চাকমা। আলোচনা সভা শুরুতেই সকল শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।  আলোচনা সভায় বক্তারা

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পেটালেন সেচ্ছাসেবকলীগ নেতা

পাওনা টাকা চাওয়ায় শ্রমিককে পেটালেন সেচ্ছাসেবকলীগ নেতা

পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক নির্মাণ শ্রমিক ও তার ছেলেকে আক্রমণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গত মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সেচ্ছাসেবক লীগ নেতা মিরাজ মৃধা দেশীয় অস্ত্র দিয়ে কামাল হাওলাদার (৩৬) ও তার ছেলে মো. নাঈম (১৮) কে আঘাত করেন। ঘটনাটি নিয়ে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা

ঈদের ছুটিতেও রাণীনগরে মা ও শিশু স্বাস্থ্য সেবা অব্যাহত

ঈদের ছুটিতেও রাণীনগরে মা ও শিশু স্বাস্থ্য সেবা অব্যাহত

দেশ যখন  ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠেছে,পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছে, তখনও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের একদল নিবেদিত প্রাণ কর্মী। এবারে ঈদের ছুটিতেও নওগাঁ জেলার রাণীনগর  উপজেলার ৪ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রম অব্যাহত রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, নওগাঁ জেলা পরিবার

ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা

ভূরুঙ্গামারীতে কবি আবদুল হাই শিকদারকে সংবর্ধনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে ভূরুঙ্গামারীর কৃতি সন্তান দেশ বরেণ্য কবি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। দেশ বরেণ্য কবি আবদুল হাই শিকদার দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।  এ উপলক্ষে আলোচনা সভায় ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক