
বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে: মির্জা ফখরুল

ইনিউজ৭১ , ডেস্ক
প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ১৪:২৮
শেয়ার করুনঃ

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, তার দলকে টার্গেট করে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। বুধবার সকালে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ অভিযোগ তোলেন। ফখরুল বলেন, বিএনপি কখনোই 'আগে নির্বাচন পরে সংস্কার' এই বক্তব্য দেয়নি, বরং নির্বাচন সুষ্ঠু করতে ন্যূনতম সংস্কারের দাবি জানিয়েছে।
তিনি বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি ও জাকের পার্টিসহ সব রাজনৈতিক দলের মূল সম্পর্ক জনগণের সঙ্গে। যারা নিজেদেরকে সংস্কারের বিশেষজ্ঞ দাবি করেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেও তিনি বলেন, জনগণের ইচ্ছার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। ফখরুল দৃঢ়ভাবে জানান, গণতন্ত্রই রাষ্ট্র পরিচালনার সর্বোত্তম পদ্ধতি।
বিএনপি নেতা আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি স্বৈরাচারী রূপ নেয়, তাহলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, স্বৈরাচারী হলে জনগণই তাদের বিদায় করে দেবে। ফখরুলের মতে, বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন স্তরে যে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চলছে, তা জনগণের জন্য উদ্বেগজনক।
জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান তিনি। সরকারের দমননীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এ সময় জেলা বিএনপি নেতৃত্বসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফখরুল তার বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে শক্তিশালী গণআন্দোলন গড়ে তোলাই এখন সময়ের দাবি। বিএনপি নেতা তার বক্তব্যে দলীয় কর্মীদের সংগঠিত হওয়ার ও জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেন। রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার পথ খোলা রাখারও ইঙ্গিত দেন তিনি।

সর্বশেষ সংবাদ
