প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ১:১৪
সরাইল অন্নদার মোড় হতে বকুল তলার সড়কে তীব্র যানজটে নাকাল পথচারীসহ মানুষ। সরাইল উপজেলার প্রবেশ মুখে বাজার এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশাও সিএনজি স্ট্যান্ড।
প্রতিদিনেই ব্যস্ততম সড়কে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা, সারিবদ্ধভাবে সিএনজি দাঁড় করিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে যাওয়া এবং সড়কের-ফুটপাত দখল করে ফল বিক্রয়ের কারণে যানজট এখন নিত্য দিনের সঙ্গী। তবে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ডগুলো সরাতে আগ্রহ নেই সংশ্লিষ্ট প্রশাসনের।যদিও সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা সভায় সিএনজি স্ট্যান্ড নিয়ে আলোচনা হয়।
কিন্তু মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন দেখা যায়নি।
উপজেলা সদর এবং অন্যান্য এলাকা ঘুরে দেখা যায়, ব্যস্ততম সড়কটিতে অটোরিকশা ও সিএনজি অঘোষিত স্ট্যান্ড বসিয়ে চলছে তাদের রাজত্ব। চুন্টা বাজারে প্রবেশ মুখে রয়েছে সিএনজি স্ট্যান্ড। এমন করে উপজেলা প্রত্যেক এলাকায় সড়কের পাশে সিএনজি স্ট্যান্ডের কারণে যানজট হচ্ছে প্রতিদিন। তার প্রমাণ কালিকচ্ছ বাজারে সর্বদা যানজটের সৃষ্টি হয়।সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং,যানজটে ভোগান্তি এখন উপজেলা জুড়ে।
ভুক্তভোগী পথচারীরা জানিয়েছেন, এ যানজটের নিরসন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেন।