প্রকাশ: ১২ মে ২০২৩, ২:১৫
ব্রাহ্মণবাড়িয়া সরাইল অন্নদা তিন সড়কের মোড় এলাকায় যানবাহনের চাপে যানজট দেখা দেয়। শুক্রবার বিকেলে ছবি:সরাইল উপজেলা প্রবেশদ্বার হিসেবে পরিচিত সরাইল উপজেলার অন্নদা তিন সড়কের মোড় এলাকায় শুক্রবার সকাল থেকে দিনভর যানবাহনের চাপ ছিল।
বিকেলের পর থেকে ঘরমুখী মানুষ ও যানবা হনের চাপে শুরু হয় থেমে থেমে যানজট। অনেককে মোড়ে পাশে গাড়ি থেকে নেমে যেতে দেখা যায়। আছর বাদ সরাইল থানার পুলিশ এসে যানজট নিরসন করতে দেখা যায়।
সকাল ও বিকেলে অন্নদা এলাকায় গিয়ে দেখা যায়, অন্নদা মোড় থেকে উচালিয়াপাড়া অংশে যানবাহনের চাপ নেই বললেই চলে। তবে অন্নদা মোড় হতে উপজেলা গেইট পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ওই সড়কে থেমে থেমে যানজট চলছে।