মাদারীপুরের ডাসারে ১০ বছরেও শেষ হয়নি দুইটি ব্রীজ ও সড়কের নির্মান কাজ। এ অঞ্চলের প্রায় ১০ গ্রামের কয়েক হাজার মানুষ সড়ক ও ব্রীজ না থাকায় রয়েছে চরম ভোগান্তিতে। ব্রীজ ও সড়ক নির্মানের কাজ পূনরায় শুরু করার জন্য ওই এলাকার সাধারন জনগন দাবী জানিয়েছেন সরকারের কাছে।
ডাসার উপজেলার চলবল গ্রামের এ সড়ক ও ব্রীজ না থাকায় ভোগান্তির শিকার ওই গ্রামসহ কয়েকটি গ্রামের মানুষ। এদিকে বর্ষার মৌসুমে গ্রামবাসীকে পড়তে হয় চরম দুর্ভোগে। এই সব সমস্যার কথা বিবেচনা করে প্রায় ১০ বছর আগে ডাসার উপজেলা ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভেতরে একটি সড়ক ও দুটি ব্রীজ নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়। অর্থাভাবের কারণে দুটি ব্রীজের অর্ধেক কাজ করা হলেও বাকি কাজ ফেলে রাখা হয়েছে। দীর্ঘদিনেও নির্মিত হয়নি সড়কটি। শেষ হয়নি ব্রীজের নির্মান কাজও। এতে করে মাদারীপুরের ডাসার ও গোপালগঞ্জের কোটালীপাড়ার বিল অঞ্চলের মানুষ সহজ যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে, মাদারীপুর সড়ক বিভাগ বলছে, ব্রীজ ও সড়কটি নতুন করে নির্মাণের জন্য চেষ্টা করা হচ্ছে।
সরেজমিন ও সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার থানার মোড় থেকে নবগ্রাম ইউনিয়নের ভেতর দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের বাজার পর্যন্ত ৫ কিলোমিটারের একটি সড়ক ২০১২ সালে ১৩ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে নির্মাণের উদ্যোগ নেয় মাদারীপুর সড়ক ও জনপথ অধিদপ্তর। এরই অংশ হিসেবে দুটি ব্রীজের নির্মাণ কাজও শুরু করে সড়ক বিভাগ। ব্রীজ দুটির নির্মাণ কাজ অর্ধেক শেষ হয়। কোটালীপাড়ার রামশীল বাজার ও ডাসার থানা (দক্ষিণ ডাসার) শহরের সংযোগ সড়ক নামের এই প্রকল্পে দুটি ব্রীজ নির্মাণে ২০১৪ সালের জুন পর্যন্ত প্রকল্পের কাজ ৩০ শতাংশ দেখিয়ে ৩ কোটি ৭৬ লক্ষ ৩১ হাজার টাকার বিল উঠিয়ে নেয় ঠিাকাদারী প্রতিষ্ঠান সাংগুইন ইঞ্জিনিয়ার্স কোম্পানি লিমিটেড। তৎকালীন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেনকে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই এই প্রকল্পের অর্থায়ন বন্ধ করে দেয়া হয়। এতেই বিপত্তি ঘটে এই প্রকল্পটির। বন্ধ হয়ে যায় সড়ক ও সেতু নির্মাণ কাজ।
স্থানীয়দের দাবী সড়ক ও ব্রীজ না থাকায় দুর্ভোগে পড়ছে এই বিল অঞ্চলের ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ। স্কুলগামী শিশু ও রোগীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। স্থানীয়রা এই বিল অঞ্চলের মানুষ ও স্কুলের শিক্ষার্থীদের সহজে যাতায়াতে জন্য রাস্তাটি দ্রুত নির্মাণের দাবী জানিয়েছেন। এই সড়কটি গোপালগঞ্জের কোটালিপাড়া ও মাদারীপুরের ডাসার উপজেলার কমপক্ষে ১০ গ্রামের মানুষ ব্যবহার করছে। তাই বিল অঞ্চলের মানুষের প্রাণের দাবী, এই রাস্তাটি দ্রুত নির্মাণ করে জনগণের জীবনমানের পরিবর্তন ঘটাবে সরকার।
সাবেক কালকিনি উপজেলা ভাইস চেয়ারম্যান ও ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল বলেন, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন মন্ত্রী থাকাকালীন সময় এই এলাকায় দুটি ব্রিজ ও একটি সড়ক নির্মাণের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে দুটি ব্রীজের অর্ধেক কাজ শেষও করে। কিন্তু তিনি মন্ত্রীত্ব হারানোর পর বন্ধ হয়েছে এই সড়ক ও ব্রীজের নির্মাণ কাজ। আমরা চাই আবার দ্রুত কাজ শুরু হোক।
ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের চলবল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র সরকার বলেন, দীর্ঘদিন আগে এই রাস্তা ও ব্রীজের কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হয়। এখন কাজটি বন্ধ। আমাদের ছোট ছোট বাচ্চাদের স্কুলে যেতে কষ্ট হয়। রাস্তা ও ব্রিজ না থাকায় অসুস্থ্য রোগীদের নিয়ে দুর্ভোগে পড়তে হয়। তাই সরকারের কাছে দাবী দ্রুত যেন রাস্তা ও ব্রিজের কাজ শুরু করা হোক।
মাদারীপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, এই সড়কের দুটি ব্রীজের অর্ধেক কাজ শেষে অর্থ সংক্রান্ত জটিলতায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তবে এখন নতুন করে এই রাস্তাটি যাতে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ করা যায় সেই জন্য সড়ক বিভাগ কাজ করে যাচ্ছেন। ইতি মধ্যে নতুন করে ডিজাইন প্রনয়ন করা হয়েছে। সাইট ভিজিটও করা হয়েছে। শির্ঘ্রই কাজ শুরু হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।