প্রকাশ: ২৬ জুন ২০২১, ১৭:৪১
লকডাউন বাস্তবায়নে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
ঢাকাগামী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারগুলো ঘুরিয়ে দেয়া হচ্ছে। এতে অনেকেই হেঁটে রাজধানীর দিকে রওনা হয়েছেন। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীসংখ্যা তুলনামূলক কম।
শনিবার (২৬ জুন) সকালে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
মামুন মিয়া নামে একজন বলেন, ‘আমি গাবতলী যাব। শুনেছি সাইনবোর্ড থেকে গাড়ি পাওয়া যায়। কিন্তু গাড়ি না থাকায় এখনো সাইনবোর্ড যেতে পারিনি।’
শামীমা আক্তার নামে এক নারী বলেন, ‘বাবাকে বারডেম হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যাব। ঘণ্টাখানেক সময় দাঁড়িয়ে আছি। কিন্তু গাড়ি পাচ্ছি না।’
চয়ন সরকার নামে এক যুবক জানান, ‘কুমিল্লা বিশ্বরোড যাব। দুই ঘণ্টা দাঁড়িয়ে আছি। সরাসরি গন্তব্যস্থলে পৌঁছার কোনো পরিবহন নাই।’
নারায়ণগঞ্জ জেলা পুলিশের টিআই (এডমিন) কামরুল ইসলাম বেগ বলেন, ‘লকডাউন বাস্তবায়নে পুলিশ তৎপর রয়েছে। চালক ও হেলপাররা বাস নিয়ে বের হলেই মামলা দেয়া হচ্ছে।’
উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে ২২ জুন থেকে ঢাকার সাত জেলায় সাতদিনের লকডাউন ঘোষণা করা হয়। এদিকে সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১