প্রকাশ: ৮ এপ্রিল ২০২০, ১৫:২৬
চীনের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। মারাত্মক আকার ধারণ করা মহামারি করোনাভাইরাসে ইতালিতে আতঙ্কে হতাশায় দিন কাটাচ্ছে ইতালির ছয় কোটি মানুষ। জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।মঙ্গলবার আক্রান্ত তুলনামূলক কম হলেও মৃত্যুবরণ করেছে ৬০৪ জন। সোমবার এ সংখ্যা ছিল ৬৩৬ জন।
রবিবার মৃত্যুবরণ করেছে ৫২৫ জন- যা গত ১৯ মার্চের পরে সবচেয়ে কম।এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১৭ হাজার ১২৭ জন। এর মধ্যে ৮৭ জন ডাক্তার রয়েছেন। একদিনে নতুন আক্রান্ত তিন হাজার ৩৯ জন। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। রবিবার এ সংখ্যা মোট তিন হাজার ৭৯২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫৫৫ জন। চিকিৎসাধীন ৯৪ হাজার ৬৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৫৮৬ জন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।