
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৯

‘করোনা ভাইরাস ও উইঘুরের মুসলিম’ শিরোনামে সম্প্রতি একটি প্রতিবেদন তৈরি করেছে আমেরিকান সংবাদমাধ্যম ক্যাবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন)। সেই প্রতিবেদনে তারা উল্লেখ করেছে করোনা ভাইরাস যতই মহামারি হোক, উইঘুরের মুসলিমদের মাঝে তার কোন বিস্তার নেই, যার একমাত্র কারণ তাদের খাদ্যাভ্যাস। তবে তারা আশঙ্কা প্রকাশ করেছে এটি যেহেতু বাতাসের মাধ্যমে ছড়ায় তাই যেকোন সময় মুসলিমদের মাঝেও দেখা যেতে পারে। উল্লেখ্য, করোনা ভাইরাসের আতঙ্কে এখন গোটা পৃথিবী কাপছে। চীনে মৃতের সংখ্যা ছুয়েছে ৪০০, আক্রান্ত ৩০ হাজারের ওপরে। চীনের বাইরেও মারা গেছে মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা করেছে। হয়তো এখন চীন মুসলিমদের প্রতি নমনীয় হবে৷ একদিন আগে চীনের প্রেসিডেন্ট মসজিদে গিমে দোয়াও চেয়েছে ইমাম ও মুসল্লিদের কাছে।