প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৮:৪০

সরকারবিরোধী বিক্ষোভ চলমান থাকা অবস্থায় ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর এবার কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
