নাইজারে সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৭১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১২ই ডিসেম্বর ২০১৯ ০১:৩১ অপরাহ্ন
নাইজারে সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৭১

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ৭১ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মালি সীমান্তের কাছে নাইজারের পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি এলাকায় ওই সেনাঘাঁটিতে মঙ্গলবার হামলা চালায় সন্ত্রাসীরা। ২০১৫ সাল থেকেই জঙ্গিরা নাইজারে সক্রিয় হতে শুরু করে। এখন পর্যন্ত নাইজারের সেনাবাহিনীর ওপর এটাই সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

জাতীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এখন পর্যন্ত ৭১ সেনা সদস্য নিহত হয়েছে এবং ১২ জন আহত হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, শতাধিক ভারী অস্ত্রধারী জঙ্গিরা ওই হামলা চালিয়েছে। তবে সেনাদের ওপর হামলা চালানোর পর জঙ্গিদের পাল্টা জবাব দেয়া হয়েছে। এতে জঙ্গিদের অনেকেই প্রাণ হারিয়েছে। তবে হামলায় কারা জড়িত সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি দেশটির সরকার।

ইনিউজ ৭১/এম.আর