
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০১৯, ২২:৫৬

গত মাসের শুরুর দিকে বাংলাদেশের বাজারে ‘ডাবল সেঞ্চুরি’ হাঁকিয়েছিল পেঁয়াজের দাম। এর মাসখানেক পরেও বাজারে নতুনের সঙ্গে আমদানির পেঁয়াজ মিললেও দাম কমার লক্ষণ নেই। এখনো দুইশ’র ওপর দাম দিয়েই কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্যটি। বাংলাদেশের মতো এবার পাশের দেশ ভারতেও ডাবল সেঞ্চুরির কোটা পার করেছে পেঁয়াজ। শনিবার (৭ ডিসেম্বর) থেকে ব্যাঙ্গালুরুর খুচরা বাজারে দুইশ’ রুপি কেজিতে বিক্রি হচ্ছে এটি।
কর্ণাটকের কৃষি বিপণন কর্মকর্তা সিদ্দগঙ্গাইয়া বলেন, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে খুব বেশি পেঁয়াজ মজুদ নেই। আশ্চর্যজনক ব্যাপার, কর্ণাটকে পেঁয়াজ সংরক্ষণের জন্য উপযুক্ত গুদামও নেই।

এদিকে, অবৈধ মজুদ ঠেকাতে রাজ্যজুড়ে কড়া অভিযান শুরু করেছে কর্ণাটকের খাদ্য বিভাগ। তবে এতে খুব একটা আশান্বিত হতে পারছেন না স্থানীয়রা। কবে নাগাদ পেঁয়াজের দাম ফের সহনীয় পর্যায়ে আসবে তা নিয়ে শঙ্কা রয়েছে তাদের।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব