
প্রকাশ: ৫ অক্টোবর ২০১৯, ৪:২

মোহাম্মদ আইয়ুব আলী পালা নামের ৬০ বছর বয়সী কাশ্মীরি জানেন না, গত আগস্টে আটক তার ক্যান্সারে আক্রান্ত সন্তান বেঁচে আছেন কিনা মরে গেছেন। এই বৃদ্ধ বাবার নিজের শরীরও ভালো নেই। ৩৩ বছর বয়সী পারভেজ আহমদ পালাকে কাশ্মীরের মাটিবাগের গ্রামের বাড়িতে মধ্যরাতে অভিযান চালিয়ে তুলে নিয়ে যায় ভারতীয় নিরাপত্তা বাহিনী।-খবর আল-জাজিরার অধিকৃত রাজ্যটির স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়ার কয়েকদিন পরেই তিনি আটক হন। কাশ্মীরে তখন থেকেই যোগাযোগ অচলাবস্থা চলছে। ইন্টারনেট ও মোবাইল সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব