
প্রকাশ: ১ অক্টোবর ২০১৯, ২৩:৪

মালদ্বীপের রাজধানী মালের "অন্যতম ফেড়িঘাট" টি-জেটি ফেরিঘাটের একটি স্পিডবোট সহ তিনটি জ্বালানী বোজা বোটে আগুন ধরে ৩টি বোট পুড়ে গেছে ও আহত হয়েছে ৯ জন তাদেরকে মালদ্বীপের রাজধানী মালের ইন্দ্রাগান্ধী মেমোরিয়াল- আইজিএম হাসপাতালে ভর্তি করা হয় ২ জনকে হাসপাল থেকে রিলিস দিয়ে দিয়েছেন, একজন গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি আছেন ও একজন অজ্ঞাত প্রবাসী রয়েছেন যার পরিচয় এখনো মেনেনি কিংবা কোন দেশী সেটিও এখনো জানা যায়নি আর বাকিদের চিকিৎসা চলছে।
আগুন নিয়ন্ত্রণ করতে দেড় ঘন্টা সময় লেগেছে ফেরিঘাটের যানবাহন চলাচলঅস্থায়ী ভাবে বন্ধ রাখা হয়েছে। আগুন লাগার পরপরই প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি সহ স্বরাষ্ট্রমন্ত্রী ইমরান আবদুল্লা ও প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহও ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী ও প্রশাসনকে সতর্কতা ও সাহসিকতার মাধ্যমে আগুন দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানান। তিনি আরো নির্দেশ দেন যে আগুন লাগার সঠিক তদন্ত করার জন্য নির্দেশ দেন তিনি। গত ১০ দিন মালদ্বীপের রাজধানীতে ৪ টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, গত এক"মাসে সাড়া মালদ্বীপে প্রায় ১০টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, তার মধ্যে সবচাইতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা চার"টি মালদ্বীপের রাজধানী মালেতে ঘটেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব