
প্রকাশ: ১ অক্টোবর ২০১৯, ১৮:৩৬

স্পেনের নয়নাভিরাম সৌন্দর্যমণ্ডিত একটি এলাকা টেনেরিফ দ্বীপ। আটলান্টিক মহাসাগরের তীরে ঘেষে অবস্থিত এই দ্বীপের প্রেমে পড়েছে বহু প্রবাসী বাংলাদেশি। দ্বীপে কয়েকটি মসজিদ ও ইসলামিক কমিউনিটি সেন্টার রয়েছে। এবার সেখানে ‘আস-সুন্নাহ মসজিদ’ নামে একটি মসজিদ নির্মাণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
টেনেরিফ দ্বীপে প্রবাসী বাংলাদেশিদের নিজেদের মিলনকেন্দ্র হিসেবে এ কমিউনিটি সেন্টার ও মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদটিকে আটলান্টিকের বুকে বাংলাদেশি মসজিদ নামে আখ্যায়িত করা হয়। টেনরিফ দ্বীপে মাত্র ৬০০ বাংলাদেশি বসবাস করেন। এই প্রবাসীরা নিজ উদ্যোগে মসজিদটি নির্মাণ করেছেন। যেখানে বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন দেশের মুসলমানরাও নামাজ আদায় করে থাকেন।
ইনিউজ ৭১/এম.আর
