
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৫

ভারত বহু ভাষাভাষীর দেশ উল্লেখ করে বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রতিটি ভাষারই নিজস্ব গুরুত্ব থাকলেও বিশ্বব্যাপী পরিচিতির জন্য একটি অভিন্ন ভাষার প্রয়োজন। বর্তমানে যদি এমন একটিও ভাষা থাকে যা জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষমতা রাখে, তবে তা হলো হিন্দি ভাষা। এ ভাষাটি ভারতে সর্বাধিক ব্যবহৃত এবং সহজবোধ্য। তিনি হিন্দিকে ভারতের জাতীয় ভাষা ঘোষণার প্রস্তাব করেন। শনিবার (১৪ সেপ্টেম্বর)‘হিন্দি দিবস-২০১৯’ উপলক্ষে টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এ প্রস্তাব করেন

ইনিউজ ৭১/টি.টি. রাকিব