
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৬

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ফের দু'দেশের মধ্যে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিজেদের এক সেনা নিহত হয়েছে বলে অভিযোগ করেছে ভারত। পরিস্থিতি স্বাভাবিক করতে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে ভারত। তবে এ জন্য ইসলামাবাদকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করতে হবে বলে শর্ত দিয়েছে নয়াদিল্লি। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রতিবাদে সোমবারও পাকিস্তানের করাচিতে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করে বক্তব্য দেন। অঞ্চলটি থেকে কারফিউ প্রত্যাহারের দাবিও করেন তারা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব