পাকিস্তানে বিয়ের বাস গিরিখাদে, নিহত ২৪

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার ৩১শে আগস্ট ২০১৯ ১২:১২ অপরাহ্ন
পাকিস্তানে বিয়ের বাস গিরিখাদে, নিহত ২৪

পাকিস্তানে সড়ক থেকে একটি বাস গিরিখাতে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও দু'জন। শুক্রবার খাইবার পাখতুনখোয়ার কান্দিয়া তেহসিলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনা কবলিত হয়। সে সময় বাসটিতে মোট ৩৫ জন যাত্রী ছিল। এদের মধ্যে অনেক নারী ও শিশুও ছিল।

বাসটি সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। দুর্ঘটনায় হতাহতদের সবাই একই পরিবারের সদস্য। তারা কোনো একটি অনুষ্ঠানে অংশ নিতে ওই বাসটি ভাড়া করেছিল। গন্তব্যে পৌঁছানোর আগেই বাসটি দুর্ঘটনার শিকার হয়। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। কোহিস্তানের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাজা আবদুল সাবুর বলেন, ঘটনাস্থলে তদন্ত করা হবে। এরপরেই চূড়ান্ত প্রতিবেদন দেয়া হবে। শুক্রবার রাতে অন্ধকার এবং প্রয়োজনীয় জিনিসের স্বল্পতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর