
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪২

আবারও যুদ্ধবিমানের ককপিটে ফিরলেন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। এর আগে ভারতের সীমান্তে ঢুকে পড়া পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করায় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে স্বাধীনতা দিবসে বীরচক্র সম্মানে ভূষিত করে ভারত। গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রায় ৫০ জওয়ান নিহত হয়। ওই হামলার ১৩ দিন পর ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বালাকোটে ঢুকে জঙ্গি ক্যাম্প ধ্বংস করে।
আমিও ১৯৮৮ সালে এ রকম পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। কাজে ফিরতে আমার ৯ মাস সময় লেগেছিল যা সে ছয় মাসেরও কম সময়ের মধ্যে করে দেখাল। বিমান বাহিনীর প্রধান বিএস ধানোয়া কার্গিল যুদ্ধের সময় অভিনন্দন বর্তমানের বাবা এয়ার মার্শাল সিমহাকুট্টি বর্তমানের সঙ্গে মিগ-২১-এর ককপিটে বসেছিলেন। অভিনন্দনের সঙ্গে মিগ-২১ বিমান ওড়ানোর পর এ কথা নিজেই জানালেন তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব