
প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ২২:৫৯

বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিনের স্থায়ী রাজধানী এবং চিরকালই তা ফিলিস্তিনের রাজধানী হিসেবেই থাকবে বলে ঘোষণা করেছে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসি। মুসলমানদের প্রথম কেবলা ও তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় আগুন দেওয়ার বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে সংস্থাটি এ কথা বলেছে। মসজিদুল আকসার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের নানা ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, মসজিদে মুসলমানদের প্রবেশে বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করে রাখা হয়েছে এবং ইহুদি উপশহরবাসীরা সেখানে হামলা চালিয়ে যাচ্ছে।
একইসঙ্গে মসজিদুল আকসার নীচে ও আশেপাশে খনন কাজ চালাচ্ছে দখলদারেরা। মসজিদুল আকসাকে ইহুদিকরণ এবং বায়তুল মুকাদ্দাস শহরের ভৌগলিক ও জনসংখ্যাগত কাঠামোতে পরিবর্তনের লক্ষ্যেই এসব তৎপরতা চালানো হচ্ছে বলে ওআইসি মন্তব্য করেছে। বিবৃতিতে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের পবিত্র স্থানগুলোর পবিত্রতা রক্ষার ওপরও গুরুত্বারোপ করা হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব