
প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ২১:৩৬

বিশ্বব্যাপী আর্থিক নজরদারির প্রতিষ্ঠান ‘ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ (এফএটিএফ) পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করেছে। শুক্রবার (২৩ আগস্ট) এফএটিএফ এশিয়া-প্যাসিফিক বিভাগে পাকিস্তানকে তালিকাভুক্তির এ ঘোষণা দিয়েছে।
এর আগে ২০১৮ সালের জুন মাস থেকে পাকিস্তান ধূসর তালিকায় ছিল। পাকিস্তানের দেশীয় আইন আর্থিক তছরুপ এবং সন্ত্রাসবাদের তহবিল গঠন বন্ধ করার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় দুর্বল বলে বিবেচিত হওয়ায় দেশটিকে ধূসর তালিকায় রাখা হয়েছিল।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব