
প্রকাশ: ২১ আগস্ট ২০১৯, ০:৫৬

ভারতে রেল বিভাগের সামগ্রিক নিরাপত্তার জন্য ভয়ঙ্কর কমান্ডো বাহিনী গড়ছে দেশটির রেল বিভাগ। রেলের নতুন এই বাহিনীর নাম ‘কম্যান্ডোজ অব রেলওয়েজ সেফটি’ সংক্ষেপে ‘কোরাস’। সম্প্রতি রেল সুরক্ষার জন্য নতুন এই কম্যান্ডো ইউনিট মোতায়েনের কথা ঘোষণা করেছেন দেশটির রেলমন্ত্রী পীযূষ গয়াল। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ‘কোরাস’ কম্যান্ডোদের মূলত জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্বাঞ্চল এবং মাওবাদী প্রভাবিত এলাকায় মোতায়েন করা হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব