সীমান্ত লঙ্ঘন করে আবারও পাকিস্তানে অভ্যন্তরে গুলি বর্ষণ করেছে ভারতীয় সেনারা। সোমবার (১৯ আগস্ট) এ হামলায় দুই পাকিস্তানি নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। এবিসি নিউজের খবরে বলা হয়েছে, ভারতীয় সামরিক বাহিনীর ছোড়া গুলিতে পাকিস্তানি দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
পাকিস্তান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, কাশ্মীর অঞ্চলের বিরোধপূর্ণ সীমান্ত লঙ্ঘন করে সোমবার পাকিস্তানের অভ্যন্তরে গুলি বর্ষণ করে ভারতীয় সেনারা।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিল করার পর থেকে ভারতীয় সেনারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা অব্যাহত রেখেছে। সূত্র : এবিসি নিউজ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।