
প্রকাশ: ১৫ আগস্ট ২০১৯, ১:৩৯

পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে ভুট্টাখেতে জরুরি অবতরণ করতে হলো রাশিয়ার একটি ফ্লাইটকে। পাইলটের সাহসিকতায় বেঁচে যায় এর ২৩৩ জন যাত্রী। সিএনএন জানায়, বৃহস্পতিবার সকালে ২২৬ জন যাত্রী ও সাতজন ক্রু নিয়ে মস্কোর ঝুকোভস্কি বিমানবন্দর থেকে ক্রিমিয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করে ইউরাল এয়ারলাইনসের বিমান এয়ারবাস-৩২১। ওড়ার কিছুক্ষণের মধ্যেই এক এক ঝাঁক পাখির সঙ্গে বিমানের ধাক্কা লাগে। এতে দেখা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, সেই সঙ্গে বন্ধ হয়ে যায় ইঞ্জিনও। তখন ভুট্টা খেতেই জরুরি অবতরণ করে বিশাল বিমানটি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব