
প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ৩:২৩

আমিরাত থেকে পালিয়ে যাওয়ার পর যুক্তরাজ্যের আদালতে স্ত্রী হায়ার সঙ্গে প্রথম দেখা হয় মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতা ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আল মাখতুমের। আর এ আদালতেই শুরু হয় সন্তানদের নিয়ে আইনি লড়াই। খবর বিবিসি ও দ্য টেলিগ্রাফ। দুবাই শাসকের কনিষ্ঠ স্ত্রী হায়া বিনতে আল হুসেন সন্তানদের নিয়ে তিনি দুবাই ছেড়েছিলেন। তিনি লন্ডনে পালিয়ে থাকার সময়ে চলতি মাসে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। দুবাইয়ের রাজপরিবারের অধীন থেকে মুক্ত হতে সংযুক্ত আরব আমিরাত থেকে পালিয়ে আসা তৃতীয় নারী সদস্য তিনি। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সৎ বোন শেখ হায়া দর্শন,রাজনীতি ও অর্থনীতিতে পড়াশোনা করেছেন ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ৪৫ বছর বয়সী এই রাজকন্যা আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে ছিলেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করেন তিনি।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব