
প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ৫:৩৯

গর্ভবতী হয়ে পড়ায় ব্রিটিশ নৌবাহিনীর জাহাজগুলো থেকে অন্তত ৩৫ জন নারী নাবিককে সরিয়ে নেয়া হয়েছে। তাদের অনেকে যুদ্ধজাহাজগুলোতে কর্মরত অবস্থায় গর্ভবতী হয়েছেন কিংবা জাহাজে ওঠার পর গর্ভবতী হওয়ার কথা জানতে পেরেছেন। ব্রিটিশ গণমাধ্যম স্টার ইউকে জানায়, ব্রিটিশ নৌবাহিনীর ১৮টি যুদ্ধ জাহাজ থেকে এসব নারী নাবিকদের হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়। কোনো কোনো যুদ্ধ জাহাজ থেকে একাধিক গর্ভবতী নারী নাবিকদের তুলে নিতে হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব