ইনিউজ ৭১/এম.আর
অ্যাডভেঞ্চারের জন্য বাঞ্জি জাম্প বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পৃথিবীতে। ইউরোপ থেকে শুরু করে এশিয়ার পর্যটনবান্ধব শহরগুলোতে বাঞ্জি জাম্পের ব্যবস্থা আছে। কিছুটা ব্যয়বহুল হলেও এর অভিজ্ঞতা নিতে ভুলেন না পর্যটকেরা। কিন্তু বাঞ্জি জাম্প দিতে মরতে বসেছিলেন এক তরুণ। ওপর থেকে ঝাঁপ দিয়ে মাঝপথে দড়ি বা তার ছিঁড়ে গিয়ে সোজা নিচের দিকে পড়তে থাকেন তিনি। কিন্তু দুর্ঘটনার জন্য সতর্কতামূলক ব্যবস্থা থাকায় বেঁচে যান ওই তরুণ। নিচে এয়ার কুশনেই পড়েন তিনি। তবে কিছুটা আহত হয়েছেন ওই ব্যক্তি। মেরুদণ্ডে চোট পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পোল্যান্ডের ডিনিয়ার একটি থিম পার্কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
এদিকে ওই ব্যক্তিকে সোজা নিচে পড়তে দেখে আতঙ্কে চিত্কার করে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। তাদের মত, এয়ার কুশনে পড়ায় প্রাণে বেঁচে গেছেন ওই ব্যক্তি। তবে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন পার্কের দর্শনার্থীরা। যদিও এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করে দুঃখ প্রকাশ করেছে থিম পার্কটির পরিচালক সংস্থা। এই ধরনের ঘটনা এড়াতে ভবিষ্যতে আরও সতর্কতা নেওয়া হবে বলে জানায় তারা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।