গত বৃহস্পতিবার (২৫ জুলাই) ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে জাহাজ ডুবে বাংলাদেশিসহ প্রায় দেড় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে বলে তথ্য পাওয়া যাওয়া গেছে। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। শনিবার (২৭ জুলাই) আন্তর্জাতিক বার্তা সংস্থা দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক খবরে বলা হয়, দুর্ঘটনার দিন মোট ১৩৭টি মরদেহ উদ্ধারের একদিন পর, শুক্রবার (২৬ জুলাই) স্থানীয় সময় ভোরে সাগরে আরও ১৩টি মরদেহ ভেসে ওঠে।
পরে সেখানে উপস্থিত লিবিয়া সেনা বাহিনীর সদস্য ও উদ্ধারকর্মীরা স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতায় দেহগুলোকে পাড়ে তুলে আনে। এ নিয়ে এখন পর্যন্ত উদ্ধারকৃত মোট মরদেহের সংখ্যা ১৫০টি হলো বলে জানিয়েছেন উদ্ধার তৎপরতা তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর কর্তৃপক্ষ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।