ব্রিটেনে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বরিস জনসন। বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে থেরেসা মে'র স্থলাভিষিক্ত হন তিনি। এরপর প্রধানমন্ত্রী হিসেবে ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে জনসন বলেন, ব্রেক্সিট বাস্তবায়নের মধ্য দিয়ে ব্রিটেনবাসীর দীর্ঘদিনের অপেক্ষা খুব শিগগিরি শেষ হবে। যেকোন মূল্যে ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়ন হবে বলে আবারও প্রতিশ্রুতি দেন তিনি।
জনসনের দায়িত্ব গ্রহণের আগে রানির কাছে পদত্যাগপত্র জমা দেন থেরেসা মে। পদত্যাগপত্র জমা দেয়ার আগে প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে শেষবারের মত বক্তব্য দেন মে। তিনি তখন তার উত্তরসূরি ব্রেক্সিট বাস্তবায়নে বদ্ধপরিকর হওয়ায় জনসনের প্রশংসা করেন। এরইমধ্যে বরিস জনসনের মন্ত্রিসভায় কারা স্থান পেতে যাচ্ছেন, তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দলের কয়েকজন শীর্ষ নেতাকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।