রানওয়ে চলা শুরু করেছে বিমান। একটু পরে আকাশে উড়াল দিবে এটি। সিল্ট বেল্ট বেঁধে প্রস্তুতরত যাত্রীরা চেঁচামেচি শুরু করল। কারণ বিমানের ডানায় চড়ে বসেছেন এক ব্যক্তি। পরবর্তীতে বিমান থামিয়ে দেন চালক। নাইজেরিয়ার লাগোসের মুর্তালা মহম্মদ বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডে জানায়, শনিবার ঘানা উদ্দেশ্যে যাত্রা করা একটি বিমানের ডানায় চড়ে বসেন এক তরুণ। পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, বহুদিন ধরে ঘানায় যাওয়ার ইচ্ছা তার। কিন্তু বিমান ভাড়ার টাকা না থাকায় বিমানের ডানায় চড়ে বসেন। বিমানবন্দর কর্তৃপক্ষের নজর এড়িয়ে দাঁড়িয়ে থাকা বিমানের নিচে চলে আসন তিনি। বিমান চালু হতেই ডানায় উঠে পড়ার চেষ্টা করেন। তবে ডানার কাছের জানলায় বসে থাকা যাত্রীদের চোখে পড়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।
পুরো ঘটনাটি ধরা পড়েছে এক যাত্রীর মোবাইলে। ওই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এদিকে যাত্রীরা বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তায় অবহেলার অভিযোগ এনেছেন। কীভাবে সবার নজর এড়িয়ে একজন ব্যক্তি ডানায় চড়ে বসলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। এমন নাজুক নিরাপত্তা নাশকতার আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।