ইরানের কেরমানশাহ প্রদেশের ফারামান বাণিজ্যিক এলাকায় একটি তেল প্রক্রিয়াজাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, সোমবার রাত সাড়ে ৪ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পরপরই অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীদেরকে ফ্যাক্টরিতে মোতায়েন করা হয়। তেলের উপকরণ প্রক্রিয়াজাতকারী কারখানাটি কারমেনশাহ প্রদেশের ফারমান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে অবস্থিত।
কারমেনহ এবং নিকটবর্তী শহরগুলি থেকে রেড ক্রিসেন্ট সোসাইটি এবং দমকল বাহিনীর কয়েকটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায় নি। তবে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, আগুনের তীব্রতা ছিল ভয়াবহ এবং এখন জ্বলছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।