
প্রকাশ: ৩০ জুন ২০১৯, ১৯:৪১

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের কোটিপতি শাসক শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাকতুমকে ছেড়ে পালিয়েছেন তার ষষ্ঠ স্ত্রী প্রিন্সেস হায়া বিনতে আল হুসেইন। দুই সন্তানসহ প্রায় ৩১ মিলিয়ন পাউন্ড নিয়ে তিনি আরব আমিরাত ছেড়ে লন্ডনে পালিয়ে গেছেন। দেশটির কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শেখ মোহাম্মদ বিন রশীদ আল মাকতুমের স্ত্রী প্রিন্সেস হায়া লন্ডনে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিন্সেস হায়া জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সৎ বোন। ১১ বছরের সন্তান জলিলা ও সাত বছরের জায়েদকে নিয়ে প্রথমে জার্মানিতে পালিয়ে যাওয়ার পর দুবাইয়ের শাসকের কাছে তালাক চেয়েছিলেন হায়া।


