গত ৪ জুন পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করেছে সৌদি আরব । কারণ ৩ জুন ঈদের চাঁদ দেখাও ভুল ছিল। পাকিস্তানি সংবাদমাধ্যম টুয়ান্টেফোর নিউজ জানিয়েছে, সৌদিতে ৪ জুন ঈদ পালন করা ছিল ভুল। রমজানের রোজা ভেঙে ভুল ঈদ করার কারণে সৌদি সরকার ১৬০ কোটি রিয়াল কাফফারাও দিয়েছে। দ্য ইসলামিক ইনফরমেশন ডটকম নামের ওয়েবসাইটের প্রতিবেদনেও এমনটা বলা হয়েছে।
নিউজ চ্যানেলটির দাবি, সৌদি আরব ভুল দিনে ঈদ করেছে। তাই দেশটি ১৬০ কোটি সৌদি রিয়াল কাফফারা দিয়েছে। তবে তারা এটা প্রকাশ্যে স্বীকার করেনি। এদিকে, ইসলামিক ইনফরমেশন ডটকম বলছে, পাকিস্তানি প্রায় সব সংবাদমাধ্যম সৌদি আরবের ভুল চাঁদ দেখার সংবাদ প্রকাশ করেছে। তবে সৌদি আরব এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। চাঁদ দেখায় ভুল ছিল স্বীকার করেনি সৌদি আরবের কোনো সংবাদমাধ্যম। ভুল ঈদ পালন করায় ১৬০ কোটি রিয়াল কাফফারা দেয়ার সংবাদটিও তারা এড়িয়ে গেছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।