জরুরি অবতরণ করার সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের আকাশচুম্বি একটি ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। দেশটির দমকল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্যে হেলিকপ্টারটি ম্যানহাটনের সেভেন্থ অ্যাভিনিউয়ের ৫৪তলা এক্সএ অ্যাক্যুইট্যাবল সেন্টারের ছাদে অবতরণের সময় বিধ্বস্ত হয়। সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স ও বিবিসির।
এ ঘটনায় এ ভবনটির ছাদে আগুন ধরে যায়, তবে আগুন দ্রুতই নিভিয়ে ফেলা হয়। তাৎক্ষণিকভাবে ভবনটির বিভিন্ন দফতরের কর্মীদের নিচে নামিয়ে নেওয়া হয়, তারা সবাই অক্ষত আছেন।
এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাজিও জানিয়েছেন, হেলিকপ্টারটি ভবনের ছাদে আছড়ে পড়ার পর বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় হেলিকপ্টারটিতে পাইলট একাই ছিলেন বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় ওই ভবনের কোনো লোক বা নিচে থাকা কেউ কোনো আঘাত পাননি বলে গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।