
প্রকাশ: ১০ জুন ২০১৯, ১৭:৫৪

হংকংয়ে প্রত্যার্পন বিলের বিপক্ষে লাখ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। এ বিল নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। ওই অঞ্চলে নতুন এই বিলের মাধ্যমে চীন হংকংয়ের রাজনৈতিক বিরোধীদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। বিতর্কিত এই প্রত্যার্পণ বিলের মাধ্যমে হংকংয়ের সন্দেহভাজন অপরাধীদের বিচারের জন্য চীনের মূল ভূখণ্ডে পাঠানোর অনুমোদন দেয়া হবে। আয়োজকরা বলছেন, এখানে দশ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। ফলে এই বিক্ষোভকে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে। তবে পুলিশ বলছে, বিক্ষোভে প্রায় দুই লাখ ৪০ হাজার মানুষ অংশ নিয়েছে।


ইনিউজ ৭১/এম.আর