পাকিস্তানের গওধারে পার্ল কন্টিনেন্টাল(পিসি) হোটেলে তিন থেকে চারজন সশস্ত্র সন্ত্রাসী ঢোকার পর গোলাগুলির শব্দ শোনা গেছে। গওধার স্টেশন হাউস অফিসার আসলাম বানগুলজাইয়ের বরাতে ডনের খবরে এমন তথ্য জানা গেছে। তিনি বলেন, শনিবার বিকাল সাড়ে চারটার দিকে সন্ত্রাসীরা পিসি হোটেলে ঢুকে পড়েছে। এখন পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে বিলাসবহুল হোটেলটির মধ্যে এখন কোনো বিদেশি নাগরিক নেই বলে আসলাম বানগুলজাই জানিয়েছেন। পরিস্থিতি ভালোভাবে নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, সন্ত্রাসবিরোধী বাহিনী ও সেনাবাহিনী উপস্থিত রয়েছে। পুলিশের মহাপরিদর্শক মোহসিন হাসান বাট বলেন, দুই থেকে তিনজন সশস্ত্র লোক গুলি করতে করতে হোটেলের ভেতরে ঢুকে পড়েছে। তবে সেখানে কোনো বিদেশি নেই, কেবল হোটেল কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ভেতরে।
হামলাকারীরা একটি নৌকায় করে এসে হোটেলে ঢুকে পড়েছে। দেশটির ফ্রন্টিয়ার কোর্পসের সদস্যরা হোটেলটি ঘিরে রেখেছে। সেখানে এখন কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। গওধারের কোহ-ই-বাটিল হিলে পাঁচতারকা হোটেল পার্ল কন্টিনেন্টাল অবস্থিত। এর কয়েক সপ্তাহ আগে ওরমারায় সন্ত্রাসীরা নৌ, বিমান ও কোস্ট গার্ডের ১১ সদস্যসহ ১৪ জনকে হত্যা করেছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।