
প্রকাশ: ১১ মে ২০১৯, ৩:১৪

পাকিস্তানের গওধারে পার্ল কন্টিনেন্টাল(পিসি) হোটেলে তিন থেকে চারজন সশস্ত্র সন্ত্রাসী ঢোকার পর গোলাগুলির শব্দ শোনা গেছে। গওধার স্টেশন হাউস অফিসার আসলাম বানগুলজাইয়ের বরাতে ডনের খবরে এমন তথ্য জানা গেছে। তিনি বলেন, শনিবার বিকাল সাড়ে চারটার দিকে সন্ত্রাসীরা পিসি হোটেলে ঢুকে পড়েছে। এখন পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব