উগান্ডার বাসিন্দা মরিয়ম নাবাতানজি। ৩৯ বছর বয়সী এই নারী জন্ম দিয়েছেন ৪৪ সন্তানের। মরিয়মকে গর্ভধারণে সবচেয়ে সক্ষম নারীর খেতাব দিয়েছেন চিকিৎসকরা। সংবাদমাধ্যম ডেইলি মিরর জানায়, ১২ বছর বয়সে বিয়ে হয় মরিয়মের। তখন তার স্বামীর বয়স ছিল ৪০। বিয়ের এক বছরের মাথায় যমজ সন্তানের জন্ম দেন তিনি। এরপর থেকে মরিয়মের ২৩ বছর বয়স পর্যন্ত একে একে তার ঘরে আসে ২৫ সন্তান।
মিররের খবরে বলা হয়, মরিয়ম তিনবার একসঙ্গে চার সন্তান, চারবার একসঙ্গে তিন সন্তান এবং ছয়বার যমজের জন্ম দিয়েছেন। আড়াই বছর আগে মরিয়ম শেষ সন্তান হয়। এ সময়ও জন্ম দেন যমজ। তবে প্রস্রবের জটিলতার কারণে তার এক সন্তানের মৃত্যু হয়।
মরিয়ম জানান, শেষ সন্তানের জন্মের পরই তার স্বামী তাকে ছেড়ে চলে যান। তখন থেকেই তার অনেক কষ্টে দিন কাটছে। সন্তানদের মুখে খাবার তুলে দিতে করতে হয়েছে বিভিন্ন ধরনের কাজ। তার বড় ছেলের নাম ইভান কিবুকা (২৩)। ছোট ছোট ভাই-বোনের মুখে খাবার জোটাতে তারও ছাড়তে হয়েছে পড়ালেখা, আর যোগ দিয়েছেন পরিবারের জন্য অর্থ উপার্জনে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।