সম্প্রতি ভিক্ষা করে মোটা অংকের অর্থ আয় করা এক নারীকেও গ্রেপ্তার করে পুলিশ। তিনি সঙ্গে এক শিশু ও এক নবজাতক নিয়ে ভিক্ষা করছিলেন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই শহর থেকে এক ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এক মাসে ভিক্ষা করে ২৩ লাখ টাকা (১ লাখ দিরহাম) আয় করেছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার দুবাইয়ে এক ভিক্ষাবিরোধী সমাবেশে এ কথা জানায় পুলিশ। এ সময় পুলিশ কর্মকর্তা ব্রিগেডিয়ার আবদুল হামিদ আবদুল্লা আল হাসিমি বলেন, ওই ভিক্ষুক আরব আমিরাতের বাসিন্দা নন। তিনি কোনো পর্যটন কোম্পানির মাধ্যমে ভ্রমণ ভিসায় দুবাইতে এসেছেন। টুরিস্ট কোম্পানির মাধ্যমে কোনো ব্যক্তি দুবাই এসে ভিক্ষাবৃত্তি করলে ওই প্রতিষ্ঠানকে ২ হাজার দিরহাম জরিমানা করা হবে। আর এই কাজের পুনরাবৃত্তি হলে তাদের কালোতালিকাভুক্ত করা হবে।
হাসিমি আরও বলেন, শুধু এই ব্যক্তিই না, সম্প্রতি ভিক্ষা করে মোটা অংকের অর্থ আয় করা এক নারীকেও গ্রেপ্তার করে পুলিশ। তিনি সঙ্গে এক শিশু ও এক নবজাতক নিয়ে ভিক্ষা করছিলেন। পুলিশের এই কর্মকর্তা জানান, রমজানকে লক্ষ্য করে দুবাইয়ে ভিক্ষুকের সংখ্যা বেড়ে যায়। এ সময় তারা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ভিক্ষা করে থাকে। এটা রোধে কাজ করে যাচ্ছে পুলিশ। দুবাই পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, গত কয়েক বছর ধরেই দুবাইতে কমে আসছে ভিক্ষুক গ্রেপ্তারের সংখ্যা। ২০১৮ সালে শহরটি থেকে গ্রেপ্তার হয় ২৪৩ ভিক্ষুক। ২০১৭, ২০১৬ ও ২০১৫ সালে এই সংখ্যা ছিলো ৬৫৩, ১ হাজার ২১ ও ১ হাজার ৪০৫।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।