
প্রকাশ: ৬ মে ২০১৯, ১৬:২২

রাশিয়ার মস্কোর সেরেমেতেভো বিমানবন্দরে রোববার জরুরি অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমানে আগুন লেগে শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত ছয়জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, বিমানটি মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করার আগেই মধ্য আকাশে থাকার সময়ই আগুন লেগে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, অগ্নিদগ্ধ বিমানটি থেকে নেমে আরোহীরা জরুরি নির্গমণ পথ দিয়ে দৌড়ে নিরাপদে স্থানে যাচ্ছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব