জম্মু-কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার ৫ই মে ২০১৯ ০২:৫২ অপরাহ্ন
জম্মু-কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি করে হত্যা

জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার রাতে বিজেপির ভাইস প্রেসিডেন্ট গুলাম মোহাম্মদ মিরকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। জম্মু-কাশ্মিরে বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর জানিয়েছেন, শনিবার কয়েকজন জঙ্গি নওগাঁয় গুলাম মোহাম্মদের বাড়িতে ঢুকে হামলা চালায়। তার বুকে ও পিঠে গুলি করে জঙ্গিরা। ঘটনার পরপরই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন।

আগামী সোমবার লোকসভা নির্বাচনের ৫ম দফার ভোট অনুষ্ঠিত হবে। লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ৫৫ বছর বয়সী গুলাম মোহাম্মদ। নির্বাচনের আগেই তাকে হত্যা করল জঙ্গিরা। বিজেপির নেতারা বলছেন, কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না মিরের সঙ্গে। সাম্প্রতিক সময়ে সরকার সব ধরনের নিরাপত্তা তুলে নিয়েছিল।

ইনিউজ ৭১/এম.আর