সড়ক দুর্ঘটনায় সৌদিতে ১০ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৩রা মে ২০১৯ ১২:৪৬ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় সৌদিতে ১০ বাংলাদেশি নিহত

সৌদি আরবের সাগরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। এদের মধ্যে গুরুতর দুইজন।বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরার প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। নিহতরাসহ মোট ১৭জন একটি গাড়িতে সাগরা যাচ্ছিলেন। শহরটির প্রবেশপথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনাকবলিত হয়। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি দেশটির ট্রাফিক পুলিশ।হতাহতরা সবাই সৌদি আল হারিফ ক্যাটারিং কোম্পানিতে কাজ করতেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রিয়াদের হাসপাতালে পাঠানো হয়েছে।দুজন সাকরার হাসপাতালে চিকিৎসাধীন, বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।১১ বাংলাদেশি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে সাগরা জেনারেল হাসপাতাল সূত্রে।