২০০ কিলোমিটার বেগে পুরীতে আঘাত হেনেছে ফণী

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ৩রা মে ২০১৯ ১১:৩৬ পূর্বাহ্ন
২০০ কিলোমিটার বেগে পুরীতে আঘাত হেনেছে ফণী

‘অতি শক্তিশালী প্রবল ঘূর্ণিঝড়’ ফণী আঘাত হেনেছে ভারতের ওড়িশার পুরীতে। সকাল সাড়ে ৯ টা নাগাদ ঘূর্ণিঝড়টি আঘাত হানে বলে জানা যায়। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা এএনআইয়ের।


প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের একটানা গতিবেগ ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ২০০-২৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বে পুরী।

ওড়িশার রাজ্য সরকার ইতিমধ্যে উপকূলীয় সকল লোকজনকে সরিয়ে নিয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন রাজ্য ও জেলা থেকে অন্তত ১১ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

শুধুমাত্র ওড়িশার গাঞ্জাম ও পুরী থেকে ৩ লাখের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে এবং এক লাখের বেশি মানুষকে আশ্রয়স্থলে অবস্থান করছে।

বৃহস্পতিবার দুপুরে ওড়িশার পুরী থেকে তার দূরত্ব ছিল ৩৩০ কিলোমিটার। বিশাখাপত্তনম থেকে দূরত্ব ১৮০ কিলোমিটার।

ইনিউজ/জিয়া