নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে বোকো হারাম জিহাদিদের হামলায় ১৪ কাঠুরে নিহত হয়েছেন। বন থেকে কাঠ সংগ্রহ করার সময় তাদের ওপর এ হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দা ও বোকো হারাম বিরোধী মিলিশিয়ারা এ কথা জানিয়েছে। কাঠুরেদের লাশ নাইজেরিয়ার বর্নো রাজ্যের মোঙ্গুনো শহরের দুওয়াবায়ি গ্রামের জঙ্গলের মধ্যে পাওয়া গেছে। অপর কাঠুরেরা মঙ্গলবার রাতে লাশগুলো দেখতে পায়।
আইএস অনুগত যোদ্ধারা এলাকাটিতে সক্রিয় রয়েছে। মোঙ্গুনোর বাসিন্দা কুলো গানা বলেন, ‘সন্ধ্যায় মোঙ্গুনোতে ১৪টি লাশ আনা হয়েছে। স্থানীয়রা লাশগুলোকে সনাক্ত করতে থানায় গেছে।’ অপর বাসিন্দা বুনামি মুক্তার বলেন, নিহতদের শরীরে ‘গুলির চিহ্ন’ রয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।